মেহেরপুরের আমদহ ইউনিয়নের তফসিল ঘোষণা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:05 PM, 23 January 2023

সীমানা জটিলতার অবসান ঘটিয়ে দীর্ঘ ১২ বছর পর মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।সোমবার বিকেলে মেহেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ওলিউল্লাহ আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রয়ারি মনোনয়ন বাছাইয়ের তারিখ, ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রতাহারের শেষ দিন এবং ২৮ ফেব্রুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) এই ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১১ সালের ৯ জুন আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়। একই বছরের ২৮ জুলাই ওই নির্বাচনে বিজয়ী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ২০১৬ সালের ২৭ জুলাই এ পরিষদের মেয়াদ শেষ হয়। ওই সময় দেশের অন্য পৌরসভা ও ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও সীমানা জটিলতা দেখিয়ে মেহেরপুর পৌরসভা ও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা স্থগিত রাখে নির্বাচন কমিশন। পরে সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের মুখে ২০১৭ সালের ২৫ ও ২৩ এপ্রিল আমদহ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই বছরের ২৫ এপ্রিল মেহেরপুর পৌরসভার নির্বাচন হলেও আমদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন তখন স্থগিত করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ওলিউল্লাহ বলেন, এই ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা ইভিএম এ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আজকে রির্টানিং অফিসার নিয়োগসহ অফিসিয়াল যেসকল কার্যক্রম আছে সেগুলো শুরু হবে।

উল্লেখ্যঃগত ১৩ জানুয়ারি গাংনীর চোখ ও  গত ১৮ জানুয়ারি গ্লোবাল টেলিভিশনে সংবাদ প্রচার হয়।

 

আপনার মতামত লিখুন :