প্রশাসনের সকল স্তরে সুশাসন নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন মন্ত্রী

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:26 PM, 03 February 2024

বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে জনগনের জন্য আমাদের সুশাসন নিশ্চিত করতে হবে। যেখানেই দূর্ণীতি সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। যাদের বিরুদ্ধে দূর্ণতির অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। প্রশাসনকে জনগনের সেবক হিসাবে কাজ করতে হবে। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার পর এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। প্রশাসেন দুর্ণিতি থাকলে উন্নয়ন অগ্রযাত্র ব্যাহত হয়। তাই কোন ধরনের দুর্ণিতি প্রশ্রয় দেওয়া হবেনা। সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমাণে একযোগে কাজ করতে হবে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসন কর্তৃক সম্বর্ধনা অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এসব কথা বলেন।

মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনে তৃতীয় বারের মত সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী নির্বাচিত হওয়ায় ফরহাদ হোসেন এমপিকে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার এসএম নাজমুল হক, মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ রবিউল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শুম্ভুরাম পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :