পুলিশের একজন কনস্টেবল ফেরদৌসকে বিদায় সংবর্ধনা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:54 PM, 05 July 2021

৩৮ বছরের দীর্ঘ চাকরি জীবনের ১৪ টি বছর চাকরি করেছেন মেহেরপুরে। সেবা দিয়েছেন মেহেরপুরে ট্রাফিক বিভাগ, মেহেরপুর কোর্ট, কোমরপুর পুলিশ ক্যাম্প, এলাঙ্গী পুলিশ ক্যাম্প সহ বিভিন্ন স্থানে। বলছিলাম ফেরদৌসের কথা।

ফেরদৌস মেহেরপুর পুলিশের একজন কনস্টেবল। দীর্ঘ ৩৮বছর চাকরি শেষে চাকরি জীবন শেষ করলেন সোমবার। দীর্ঘ বছরের চাকরি কে স্মরণীয় করে রাখতে মেহেরপুর পুলিশ সুপার এসএম মুরাদ আলি উদ্যোগে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হলো সোমবার দুপুরের দিকে। মেহেরপুর পুলিশ লাইন টিনশেড মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।

পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, বিদায় পুলিশ কনস্টেবল ফেরদৌস। বিদায় অনুষ্ঠান শেষে পুলিশের একটি গাড়িকে সুসজ্জিত করে কনস্টেবল ফেরদৌস কে গাড়িতে তুলে তাকে বাড়ি পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়।

এ সময় মেহেরপুর জেলা পুলিশের কর্ণধার পুলিশ সুপার এস এম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ লাইনের সদস্যরা পুলিশ লাইন মাঠের বকুলতলা থেকে প্রধান সড়ক পর্যন্ত দু’পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে বিদায় জানান। সুসজ্জিত গাড়িতে করে ফেরদৌসের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ফিলিপনগর গ্রামে তাকে পৌঁছে দেয়া হবে।

আপনার মতামত লিখুন :