গাংনীর শুকরকান্দি মাঠে দুর্ধর্ষ ডাকাতি

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:23 PM, 13 April 2021

মেহেরপুরের গাংনীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দু’টার দিকে উপজেলার শুকর কান্দি মাঠে এ ডাকাতির ঘটনা ঘটে। ঢাকা মেট্রো-ট- ২০-৮৩১৭ নম্বর ট্রাকের ড্রাইভার তারিক জানান, কুষ্টিয়া থেকে রাত দু’টার দিকে গাংনীতে আসার পথে শুকুরকান্দি এলাকায় পৌঁছুলে সঙ্ঘবদ্ধ একটি ডাকাত দল তাদের উপর অতর্কিত হামলা ও অস্ত্র প্রদর্শন করে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে তারিক দ্রুত গতিতে গাড়ি পিছনে নিয়ে আকুবপুর এলাকায় পৌঁছায়। সেখান থেকে ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। একই সাথে গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমানের সাথে কনফারেন্সে কথোপকথন হয়। প্রায় ১০ মিনিট পরে পুলিশ সদস্যরা উপস্থিত হন। তার কিছু সময় পরে অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। ততক্ষণে ডাকাত দলের সদস্যরা ৪ টা ড্রাম ট্রাক, ২ টা মাইক্রো ও ২ টা ট্রাকের ড্রাইভার, হেল্পার ও যাত্রীদের কাছে থাকা টাকাপয়সা ছিনিয়ে নেয়। ডাকাত দলের সদস্যরা ৮টি গাড়ি থেকে মোট ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে ভুক্তভোগীদের দাবি। ডাকাতির ঘটনাটি ঘটার কারণ হিসাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করেছেন ভুক্তভোগীরা।

মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন জানান, তিনি ঢাকা থেকে গাংনী আসছিলেন। পথিমধ্যে ডাকাতি হওয়ার কিছু সময় পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। তিনিও এ ডাকাতির ঘটনার কারণ হিসেবে আইন-শৃঙ্খলার অবনতিকে দায়ী করেছেন। হঠাৎ করেই এ ডাকাতির ঘটনা এলাকাবাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে।তিনি আরো জানান, বিষয়টি নিয়ে আইন-শৃংখলার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সাথে আলোচনা করবেন।

আপনার মতামত লিখুন :