গাংনীতে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:30 PM, 24 July 2023

“নিরাপদ মাছে ভরবাে দেশ,গড়বো স্মাট বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সম্মৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সােমবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা খােন্দকার শহিদুর রহমান। সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম,মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খােকন এর প্রতিনিধি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরশাদ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগমসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

মাছের সুরক্ষা,উৎপাদন বৃদ্ধি ও মাছ চাষের প্রতিবন্ধকতারােধে করণীয় বিষয়ে বিস্তর আলােচনা করা হয় এ সভায়। উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়,আগামী ২৫ জুলাই মৎস্য সপ্তাহ উপলক্ষে শােভাযাত্রা,মাছের পােনা অবমুক্তকরণ,২৬ জুলাই উপজেলার চরগােয়াল গ্রামে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ২৭ জুলাই জুগীরগােফা মৎস্য খামারে মাছের পােনা অবমুক্ত করা হবে। ২৮ জুলাই পাতানপাড়ার সিং (জিঙ্গল) মাছ চাষের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ২৯ জুলাই মটমুড়া মরা নদীর পাড়ে মাছের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এছাড়াও ৩০ জুলাই,উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :