গাংনীতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:27 PM, 22 August 2022

মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ইউরিয়ার সার মজুদ করার অপরাধে আকরাম হোসেনের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার রাত ৮টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম বলেন, গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের আকরাম হোসেন বৈধ লাইসেন্স ছাড়াই ইউরিয়া সার মজুদ করে বিক্রয় করছিল। কৃষি বিভাগের সহযোগীতায় তার ব্যবসা প্রতিষ্ঠানে সোমবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত আকরাম তার অপরাধ স্বীকার করে মুসলেকা দিয়েছে। সেই সাথে তাকে সর্তক করার পাশাপাশি অবৈধ সার মজুদের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কীটনাশক কোম্পানীর বিপুল সংখ্যাক পন্যে রয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :