গাংনীতে বাস চালক জনি গ্রেপ্তার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:36 PM, 20 February 2023

মেহেরপুর- কুষ্টিয়া সড়কের বাশঁবাড়িয়া এলাকায় বাস চাপায় ফারিয়া খাতুন নামের এক শিশুর মৃত্যুর ঘটনায় বাস চালক জনি(৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার(১৯ ফেব্রুয়ারি) রাতে  মেহেরপুর শহরের ঘোষপাড়ার নিজ বাস ভবন থেকে গাংনী থানা পুলিশের একটি টীম তাকে গ্রেপ্তার করে। জনি ঘোষপাড়ার আমিরুল ইসলামের ছেলে। জনিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,  ২০২২ সালের ৩০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া পশ্চিমপাড়ায় রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে ছেড়ে আসা মদিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যার নং ঢাকা মেট্রো জ ১৪-১১১৯) শিশু ফারিয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফারুক হোসেন নামের একজন বাদি হয়ে অজ্ঞাত চালককে আসামী করে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আজম বিশ্বাস তদন্ত কালে মদিনা পরিবহনের ওই বাসের চালক জনিকে সনাক্ত করে।
গোপন সংবাদের ভিত্তিতে রোব্বার রাতে জনির অবস্থান টের পেয়ে পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি আরো জানান, গ্রেপ্তারকৃত চালক জনির বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে যা আদালতে বিচারাধীন।

আপনার মতামত লিখুন :