গাংনীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান,সাহারবাটি ইউপিকে ২-১ গোলে হারিয়ে পৌরসভা দল উপজেলা চ্যাম্পিয়ন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:00 PM, 02 June 2021

মেহেরপুরের গাংনীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে জাঁকজমকপূর্ণভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)এর উপজেলা পর্যায়ের আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৪ টার সময় করোনা পরিস্থিতির কারনে সামাজিক দুরত্ব মেনে,স্বাস্থ্য বিধি মেনে অল্প সংখ্যক দর্শক সমাগমের মধ্য দিয়ে গাংনীর ঐতিহ্যবাহী ফুটবলমাঠে খেলা অনুষ্ঠিত হয়।বিজ্ঞাপনঃ

গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ্ইয়াছমিন, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, গাংনী পৌরসভার প্যানেল মেয়র ঝর্ণা বেগম, গাংনী থানা অফিসার (ওসি তদন্ত ) সাজেদুল ইসলাম প্রমুখ ।

বক্তারা বলেন,সুস্থ শরীর সুস্থ মন গড়তে খেলাধূলার বিকল্প নেই।খেলাধূলা মাদকাসক্তি, জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে জীবনকে তথা দেশকে সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করে।

এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের জনপ্রতিনিধি,বিভিন্ন ক্রীড়া শিক্ষক, ক্রীড়ামোদী, সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা গাংনী পৌরসভা বনাম সাহারবাটি ইউপি ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। পৌরসভা একাদশ ২-১ গোলে সাহারবাটি ইউপি একাদশকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন দলের গৌরব অর্জন করেছে। খেলাটি পরিচালনায় প্রধান রেফারী হিসাবে মাহবুবুর রহমান, সহকারী রেফারী ইয়াছির আরাফাত বিপ্লব ও সজল ছিলেন। অফিসিয়াল রেফারীর দায়িত্ব পালন ও খেলার রেকর্ড সংরক্ষণ করেন সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম। খেলা শেষে ম্যান অব দ্য টুনার্মেন্ট হয়েছেন গাংনী পৌরসভার দলনায়ক মিকাইল হোসেন, সবোর্চ্চ গোলদাতা ( ২ গোল ) মনোনিত হয়েছেন সাহারবাটি একাদশের লিমন , ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন গাংনী পৌরসভার ফুটবল দলের হুসাইন , সেরা গোলদাতা হিসাবে গাংনী পৌর সভা দলের সাজ্জাদ মনোনিত হলে ক্রেষ্ট উপহার দেয়া হয়। সবশেষে বিজয়ী ও বিজীত দলের ম্যানেজার কোচ,দলনায়কের হাতে ম্যাডেল ও গোল্ডকাপ তুলে দেয়া হয়। মাঠে নানা বয়সের দর্শক খেলা উপভোগ করেন।

আপনার মতামত লিখুন :