গাংনীতে নিখোঁজের ৬ দিন পর কৃষক উদ্ধার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:32 AM, 06 April 2022

মেহেরপুরের গাংনীতে নিখোঁজের ৬ দিন পর আব্দুর রাজ্জাক(৫০) নামের এক কৃষককে অচেতন অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার(০৫এপ্রিল) রাত নাড়ে ১০টার দিকে তাকে উদ্ধার করে। আব্দুর রাজ্জাক গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ দিন আগে হঠাৎ তিনি নিখোঁজ হন। নিখোঁজের পর পরিবারের লোকজন গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এলাকাবাসী অচেতন অবস্থায় একটি লোক গ্রামের ধোপার বিলে পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয়রা সেখানে জড়ো হতে থাকে। পরে আব্দুর রাজ্জাকের শনাক্ত করে অচেতন অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। এসময় রাজ্জাকের পরিহিত পোশাক থেকে ৮হাজার ৫’শ টাকা পাওয়া যায়।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, আব্দুর রাজ্জাক নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি গাংনী থানায় করা হয়েছিল। স্থানীয়রা তাকে তার গ্রামের ধোপার বিল এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে। সুস্থ হলে তার সাথে কথা বলে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।দ

আপনার মতামত লিখুন :