লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরােধে সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:19 AM, 06 April 2022

মেহেরপুরের গাংনী উপজেলার লুৎফুন্নেছা (গােপালনগর) মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ,ইভটিজিং,মাদক ও মােবাইলফােনের অপব্যবহার প্রতিরােধে আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয়ের সভাকক্ষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা সৈয়দ জাকির হােসেন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।

এসময় বক্তব্য রাখেন পুলিশের অন্যান্য কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যেই গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন,ইন্টারনেটের এ যুগে মােবাইলফােনে মানুষের যেমন উপকার হচ্ছে। তেমনি অপকারও হচ্ছে। এর মূল কারণ হচ্ছে, মােবাইলফােনের অপব্যবহার। তাই,অভিভাবকদের উচিত কােন অপ্রয়ােজনে অপ্রাপ্ত ছেলে-মেয়েদের হাতে মােবাইলফােন না দেয়া।

আপনার মতামত লিখুন :