গাংনীতে দোকান ঘর ভাংচুরের অভিযোগ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:03 PM, 23 April 2021

মেহেরপুরের গাংনী উপজেলার কল্যানপুর গ্রামে দোকানঘর ভাংচুরের অভিযোগ উঠেছে।অভিযোগ সুত্রে জানা গেছে কল্যানপুর গ্রামের মনছুর আলী মন্ডলের ছেলে ইয়ারুল ইসলামের সাথে একই গ্রামের প্রতিপক্ষ মৃত কালু সর্দ্দরের ছেলে আজিমুদ্দিনের সাথে সরকারী রাস্তার জমি নিয়া বিরোধ চলিয়া আসিতেছে।ইয়ারুল ইসলাম জানান,
রাস্তার পথ নিয়ে প্রতিপক্ষ আমিনুল (২৮)আক্কাস আলী (৩১)পিতা আজিমুদ্দিন,আনারুল (২০) পিতা মনিরুল ইসলামের বিরুদ্ধে আমার বাবা বাদী হয়ে মেহেরপুর আদালতে মামলা করলে আদালত আমাদের পক্ষে রায় দেন।

আমারা দীর্ঘ ৫০বছর ধরে কল্যানপুর মৌজার আর এস ৫৩২নং খতিয়ানের আর এস ৫৭৪নং দাগে ৫ শতক জমিতে ঘরবাড়ী করে বসবাস করে আসছি।বাড়ীর সামনে সরকারী রাস্তার পশ্চিসনে একটি দোকানঘর করে ব্যবসা করছি।

গতকাল আজিমুদ্দিন,আমিনুল ইসলাম গোপনে আমাদের নামে উপজেলা প্রশাসনের কাছে একটি মিথ্যা অভিযোগ দিয়ে আমার বাড়ীর সামনে থাকা দোকানঘর ভাংচুর করেছে উপজেলা প্রশাসন ।আমাদের সরকারী ভাবে কোন নোটিশ জারি না করে আমাদের কাগজপত্র না দেখে জোরর্পৃবক দোকানঘর ভাংচুর করেছে।এছাড়ার তারা সরকারী রাস্তার ধারে
রাস্তার জমির পশ্চিন নিয়ে প্রতিপক্ষ সাথে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে এর আগে আমাদের প্রাণ নাশের হুমকী দিলে আমি বাদী হয়ে গাংনী থানায় একটি সাধারণ ডাইয়ী করি যার ডাইয়ী নং ১০৪৮ তারিখ ২৬/০৭/২০১৮ইং

এছাড়াও প্রতিপক্ষগণ সরকারী রাস্তার জয়গা দখল করে অনেকে বসবাস করছে।তাদের বিরুদ্ধে সরকারী ভাবে কোন ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন।আমাদের জমি থেকে উচ্ছেদের লক্ষে গ্রামের মেম্বর ইন্তাদুল প্রশাসনকে ম্যানেজ করে আমাদের জমি জোরর্পৃবক দখল নেওয়ার চেষ্টা করছে।

কল্যানপুর গ্রামের মেম্বর ইন্তাদুল জানান,সরকারী রাস্তা দখল করে ছিলো ইয়ারুল ইসলাম এঘটনায় আমিরুল অভিযোগ করলে সরেজমিনে সহকারী কমিশনার (ভূমি) নূর-ই-আলম সিদ্দিকী স্যার এসে উচ্ছেদ করেছে।

এব্যাপারে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)নূর-ই- আলম সিদ্দিকী জানান,কল্যানপুর গ্রামে সাধারণ মানুষের চলাচলের রাস্তার পার্শ্বে সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘর নির্মান করছিল।এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :