গাংনীতে তৃতীয়ধাপের ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:50 PM, 14 November 2021

আগামী ২৮ নভেম্বর তৃতীয়ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এগুলাে হলাে-রাইপুর,ধানখােলা,ষােলটাকা ও কাজিপুর ইউনিয়ন পরিষদ। ইতােমধ্যে নির্বাচনের চেয়ারম্যান,মেম্বর (সদস্য) ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে।

এর মধ্যে রাইপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী হিসাবে গােলাম সাকলায়েন ছেপু পেয়েছেন”নৌকা মার্কা’, একই ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলফাজ উদ্দীন কালু পেয়েছেন “মােটরসাইকেল মার্কা”,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব পেয়েছেন আনারস মার্কা প্রতীক। ধানখােলা ইউনিয়নে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী হিসাবে আব্দুর রাজ্জাক পেয়েছেন “নৌকা মার্কা”, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে রিপন আলী পেয়েছেন “আনারস মার্কা। তবে রিপন আলী দলীয় সার্থে নির্বাচন করবেন না বলে মৌখিক ভাবে ঘােষণা দিয়েছেন। এমনকি প্রার্থীতা প্রত্যাহারের জন্য রিটার্নিং অফিসারের বরাবর আবেদনও করেছেন বলে রিপন আলী মেহেরপুর নিউজকে জানিয়েছেন।

এদিকে,সহকারি রিটার্নিং অফিসার ও গাংনী উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আ স ম মাহফুজুর রহমান কল্লােল জানান,ধানখােলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক জন তাদের মনােনয়নপত্র দাখিল করেছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখেরুজ্জামান নির্বাচন থেকে সরে গিয়ে তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে চেয়ারম্যান প্রার্থী রিপন আলী নির্ধারিত সময়ের পরে প্রার্থীতা প্রত্যাহার করতে আসলে, নীতিমালা অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের সুযােগ পাননি।

ষােলটাকা ইউনিয়নে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী দেলবার হােসেন পেয়েছেন “নৌকা মার্কা” স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনােয়ার হােসেন পাশা পেয়েছেন “আনারস মার্কা” স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনিরুজ্জামান পেয়েছেন “মােটরসাইকেল মার্কা”,জাতীয় পার্টি (জাপা)’র মনােনিত চেয়ারম্যান প্রার্থী হিসাবে জান মহাম্মদ মিন্টু পেয়েছেন ‘লাঙ্গল মার্কা’ প্রতীক। কাজীপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনােনিত চেয়ারম্যান প্রার্থী হিসাবে রেজাউল হক পেয়েছেন “নৌকা মার্কা”,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলম হুসাইন পেয়েছেন “চশমা মার্কা”,স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশীদ পেয়েছেন “আনারস মার্কা” স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম পেয়েছেন “টেবিল ফ্যান”, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গােলাম সারােয়ার আযম পেয়েছেন “দুটি পাতা” মার্কা প্রতীক।

এদিকে,ভােটগ্রহণের দিন যতােই ঘনিয়ে আসছে। তেমনি পােস্টারে-পােস্টারে ছেয়ে গেছে মহল্লা। এছাড়াও নিজেকে বিজয়ী করতে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কে হবে চেয়ারম্যান আর কে মেম্বর এই নিয়ে গ্রামে-গঞ্জের চায়ের দােকান আর মাঠে-ঘাঠে চলছে চুল চেরা বিশ্লেষণ। অনেক সময় নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার জন্য অন্য প্রার্থীর সমর্কদের মধ্যে বাক যুদ্ধের পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

আপনার মতামত লিখুন :