গাংনীতে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:49 PM, 26 July 2021

মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী পৌরসভা ও বামন্দী বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে রাস্তায় চলাচলকারী ব্যাক্তিদের বাইরে বেরুনোর কারণ জানতে চাওয়া হয় এবং জরুরি প্রয়োজন ব্যাতিত ঘরের বাইরে না থাকার অনুরোধ করা হয়। তবে কিছু মোটরসাইকেল চালককে সড়কে গাড়ি চালানোর প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জরিমানার আওতায় আনা হয়।

আজ (২৬জুলাই) কঠোরতম লকডাউনের চতুর্থ দিনে কোভিড-১৯ প্রতিরোধকল্পে সড়কে যানবাহন চলাচল সীমিতকরণ ও জরুরি প্রয়োজন ব্যাতিত জনগণ যেন বাইরে না আসে তা নিশ্চিতকরণে।

বামন্দী বাসস্ট্যান্ডে ও বামন্দী পুলিশ ক্যাম্পের সামনে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৩ জনকে ৭ টি মামলায় ১০৮০০ টাকা ও হেলমেট পরিধান না করায় ২ জন ব্যাক্তিকে ২ টি মামলায় ১০০০ টাকা অর্থদণ্ড অর্থাৎ মোট ১৫ জন ব্যাক্তিকে ৯ টি মামলায় ১১৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :