গাংনীতে আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে ১০-ই এপ্রিল

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:45 PM, 08 April 2022

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেহেরপুরের গাংনীতে দীর্ঘ ১৮ বছর পর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামী ১০-ই এপ্রিল। কি হতে যাচ্ছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্যদের পদের নৌকার কান্ডারী। সর্বশেষ গত ২০-শে মার্চ নির্ধারিত হয়েছিল সম্মেলনের তারিখ। কিন্তু দলের কেন্দ্রীয় নির্দেশনায় স্থগিত হয়ে যায় সেই তারিখও।

পরবর্তীতে মেহেরপুর সার্কিট হাউসে খুলনা বিভাগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম মোজাম্মেল হক এসে নির্ধারণ করেন ১০-ই এপ্রিল হবে গাংনী উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। ১০-ই এপ্রিল সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা এসে গেছে ব্যানার-ফেস্টুন। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে সম্মেলনের মঞ্চ।

স্বাধীনতার সূতিকাগার ঐতিহাসিক মুজিবনগরখ্যাত মেহেরপুরের আম্রকাননে গঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম অস্থায়ী মুজিবনগর সরকার।তাই একই দিনে আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারিত হওয়ায় নানান ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করছে আওয়ামী লীগের গাংনী উপজেলা শাখার নেতাকর্মীদের মধ্যে।

সম্মেলনকে ঘিরে অনেকেই স্বপ্ন দেখছেন নতুন নেতৃত্বের আবার অনেকেই মনে করছেন বর্তমান নেতৃত্ব পুনরায় আসলে দলে বেগবান হবে। সম্মেলনকে ঘিরে উপজেলা জুড়ে সাজসজ্জা বেড়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের অভ্যর্থনা জানানোর জন্য নির্মীত হয়েছে অস্থায়ী স্বাগত গেট। তবে অনেকেই আশংকার মধ্যে রয়েছে পুনরায় যাতে সম্মেলনের তারিখ পরিবর্তন না হয়।

এবারে গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে যারা প্রার্থী হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এরা হলেন-মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন,গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সিনিয়র নেতা আহম্মেদ আলী,সাবেক ছাত্রলীগ নেতা ডাক্তার এএসএম নাজমুল হক সাগর,মেহেরপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজীপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন।

এছাড়াও এ কাউন্সিলে সাধারণ সস্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বীতা করবেন। তারা হলেন-উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল,মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন,গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে-নজরুল ইসলাম ও মনিরুজ্জামান,আওয়ামী লীগ নেতা একেএম শফিকুল আলম,উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা মুনতাজ আলী,গাংনী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রাশেদুল হক জুয়েল,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাস বাবু। এছাড়াও সাধারণ সম্পাদক পদে আরো কয়েকজন প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে শোনা যাচ্ছে। এরা হলেন-রাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান মঙ্গল,আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বাদশা,সাবেক ছাত্রলীগ নেতা সবুক্তাগীন মাহমুদ পলাশ,সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী।

এদিকে এ কাউন্সিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও খুলনা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আপনার মতামত লিখুন :