গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:18 AM, 28 November 2024

মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ইঞ্জিন চালিত আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আব্দুল আজিজ (৫৫) নামের একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে গাংনী উপজেলার বামন্দী চেরাকী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মেহেরপুর থেকে কুষ্টিয়া যাওয়ার পথে আব্দুল আজিজ বামন্দী চেরাকী পাড়া এলাকায় ইঞ্জিন চালিত আলগামন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে ছিটকে পড়ে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :