গাংনীতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে শােভাযাত্রা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সােমবার সকাল সাড়ে ১১টার দিকে এ উপলক্ষে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে শােভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােভাযাত্রায় অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় দিবসটি পালনের আয়োজন করে।
আলােচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক নাসরিন সুলতানা নির্জনার সঞ্চালনায়-
এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী,গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তি,গাংনী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,গাংনী পৌরসভার ইন্জিনিয়ার শামীম রেজা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি,বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।