গাংনীর ধানখোলা ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেন হাবিবুর রহমান

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:01 PM, 27 August 2024

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান ফিরোজ।

আজ মঙ্গলবার সকাল ৯টায় ইউপি সদস্য এবং প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের উপস্থিতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন।

ধানখোলা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক ছুটি নেওয়ায় এবং তার সর্ব সম্মতিক্রমে এখন থেকে পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে সার্বিক দায়িত্ব পালন করবেন বলে জানান হাবিবুর রহমান ফিরোজ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক, ধানখোলা পরিষদের ইউপি সদস্য মোঃ মফিজুল ইসলাম, মোঃ আবু সাঈদ (টোকন), মোঃ আহসান হাবীব, মোঃ আবুল বাশার , মোঃ রেজাউল ইসলাম, মোছাঃ সুফিয়া খাতুন, মোছাঃ গুলশানারা খাতুনসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ দায়িত্ব পালন কালে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :