মেহেরপুরে পাল্টাপাল্টি হামলায় ২০টি বাড়ি ভাঙচুর
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ টির বেশি বাড়ি ভাঙ্চুর ও অগ্নিসংযােগ করা হয়েছে। সেই সাথে গরু এবং ছাগলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে ও আজ বুধবার (৭ আগস্ট) সকালে দুই দফা হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, শেখ হাসিনা দেশছেড়ে পালাবার পর মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আদম আলীর নেতৃত্বে নেতাকর্মীরা পিরোজপুর গ্রামে বিএনপি নেতা কর্মীদের বাড়িতে প্রথম দিকে হামলা চালায় । খবর পেয়ে রাতে সেনাবাহিনী একটি দল ঘটনাস্থলে গেলে, হামলাকারীরা পালিয়ে যায়।
এদিকে বুধবার সকাল থেকে আবারো দু’দলের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। হামলার সময় মোটরসাইকেল, গুদাম ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় আগুনে ওই গ্রামের আজের আলীর একটি গরু এবং ১ ছাগলের মৃত্যু হয়। খবর পেয়ে দ্বিতীয় দফায় সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গেলে,হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে, হামলায় কয়েকজন আহত হয়েছেন। আহতরা মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।