গাংনীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  01:37 PM, 30 May 2024

মেহেরপুরের গাংনীতে জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক এর সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র-সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

জেলা যুবদলের সিনিয়ার সহ-সভাপতি আব্দাল হকের সঞ্চালনায়- সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ইনসারুল হক ইন্সু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা,,মহিলাদলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস বিএনপি নেতা আখেরুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাধারণ সম্পাদিকা লাইলা আরজুমান বানু, সদস্য সচিব জাহিদুল ইসলাম,গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, গাংনী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দীন, সাবেক ছাত্রদল নেতা সাহিবুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, গাংনী পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য সচিব শিশির আহমেদ শাকিল, উপজেলা জাসাস সভাপতি সেলিম হোসেন, সম্পাদক সালেহ আহমেদ, পৌর জাসাস সভাপতি সোহরাব হোসেন,সাধারণ সম্পাদক সুলেরী আলভী,সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান শেষে অসহায় ও দুঃস্থ পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :