মেহেরপুরসহ ১১ জেলার বিএনপি নেতাকর্মীদের আগাম জামিন লাভ
ঢাকা, নারায়ণগঞ্জ জামালপুর, মেহেরপুর (গাংনী), গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ টাঙ্গাইল, বগুড়া, পাবনা, বরিশাল, নেত্রকোনা জেলায় দায়েরকৃত পৃথক রাজনৈতিক মামলায় ৪৩৮ জন বিএনপি নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ। বিচারপতি জনাব জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি জনাব মোঃ বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি জনাব মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি জনাব মোঃ আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার (৬ডিসেম্বর) এক আদেশে বিএনপি নেতৃবৃন্দকে ৬ সপ্তাহের আগাম জামিন মন্জুর করেন। উল্লেখিত সময়ের পর তাদেরকে স্ব স্ব দায়রা আদালতে আত্মসমর্পন করতে নির্দেশ দেয়া হয়েছে।
বিএনপি নেতৃবৃন্দের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এডভোকেট মোহাম্মদ কামাল হোসেন, এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, এডভোকেট সগীর হেসেন লিওন, এডভোকেট মাহবুবুর রহমান খান প্রমুখ। তাদেরকে সহায়তা করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী, এডভোকেট গোলাম আক্তার জাকির, এডভোকেট সালমা সুলতানা, ব্যারিস্টার আকতার হোসেন, এডভোকেট সাগর হোসেন, এডভোকেট সাইদুর রহমান মাইনুল, এডভোকেট কে আর খান পাঠান, এডভেকেট মোঃ আব্দুল কাইউম, এডভোকেট আনিসুর রহমান রায়হান, এডভোকেট রুকনুজ্জামান সুজা, এডভোকেট মাকসুদ উল্লাহ, এডভোকেট সাগর হোসেন, এডভোকেট নুরে আলম সিদ্দিকী ,এডভোকেট শামসুল ইসলাম মুকুল, এডভোকেট উজ্জল হোসেন, এডভোকেট কনক রাসেল।