গাংনীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:30 PM, 07 April 2022

গাংনীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মেহেরপুর সদর উপজেলার আলমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আলমপুর মাঠে গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মরদেহে জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন এবং পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় বিহগলে করুন সুর বেজে ওঠে। পরে সেখানে জানাজা শেষে লাশ দাফন করা হয়। এর আগে সকালে বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মৃত্যুবরণ করেন। মরহুমের স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।জানাযা ও দাফন অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষক নেতা কমর উদ্দিন, আওয়ামী লীগ নেতা আবু তৈয়বসহ বীর মুক্তিযোদ্ধা এবং সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :