৪০ তম বিসিএস উত্তীর্ণ মেহেরপুরের সকল কৃতি সন্তানকে মেসডা পরিবারের শুভেচ্ছা ও অভিনন্দন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:04 PM, 31 March 2022

মেহেরপুর স্টুডেন্টস্ ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) পরিবারের সদস্য ৪০ তম বিসিএস উত্তীর্ণ মেহেরপুরের সকল কৃতি সন্তানকে মেসডা পরিবারের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মেসডার সভাপতি নাবিল হায়াত। তিনি আরও বলেন তোমাদের এই সাফল্য মেসডা পরিবার গর্বিত ও আনন্দিত এবং তোমাদের সকলের সুন্দর ভবিষ্যত কামনা করছি। আমরা আশাকরি তোমরা ছাত্র অবস্হায় যেভাবে মেসডা পরিবারের সকল কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে মেহেরপুরের শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করেছো তেমনি ভবিষ্যতে ও মেহেরপুরের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাবা এই কামনা করি।
যেসকল কৃতি সন্তান ৪০ তম বিসিএস উত্তীর্ণ হয়েছেন।
১। সাবিনা খাতুন, (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগ,শিক্ষা ক্যাডার
২। নাজিয়া সাফরিন নিপুন (ঢাবি) মনোবিজ্ঞান বিভাগ , শিক্ষা ক্যাডার।
৩। তারিকুল ইসলাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি সার্জন
৪। সোহেল রানা,(জবি) আনসার ও ভিডিপি ক্যাডার
৫। রুবাইয়া জান্নাত (মালা), মেহেরপুর কলেজ, শিক্ষা ক্যাডার
৬।শিরিনা আক্তার নিতু,(ঢাবি),ভূগোল ও পরিবেশ বিভাগ,শিক্ষা ক্যাডার
৭।সাদিকা আফরোজ, (রাবি) সমাজকর্ম বিভাগ শিক্ষা ক্যাডার
৮। মোঃ রিপন আলী(ঢাবি) ম্যানেজমেন্ট বিভাগ,কর ক্যাডার
৯। সাদ্দাম হোসেন ইমন, চুয়াডাঙ্গা কলেজ, ম্যানেজমেন্ট বিভাগ,শিক্ষা ক্যাডার
১০। সাজেদুজ্জামান সেতু, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি ক্যাডার
১১। আশফাকুর রহমান পারভেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি ক্যাডার
১২.আব্দুর রাশেদ খান (ঢাবি) পুলিশ ক্যাডার ১৩. আব্দুল মাবুদ (ইবি) বাংলা বিভাগ, শিক্ষা ক্যাডার

আপনার মতামত লিখুন :