গাংনীতে র‌্যাবের উপর হামলায় পাঁচ মাদক কারবারির নামে মামলা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:58 PM, 31 May 2023

(আপডেট) মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে
র‌্যাবের উপর হামলা ও কুপিয়ে জখম করার ঘটনায় পাঁচ মাদক কারবারির নামে মামলা হয়েছে। গুলিবিদ্ধ মাদক কারবারি সাঈদ ওরফে সুইটকে কড়া নিরাপত্তায় চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার (৩১ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২।র‌্যাব-১২ মেহেরপুরের গাংনী ক্যাম কমান্ডার গোলাম ফারুক জানান, মাদক কারবারিদের একটি চক্র মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় র‌্যাব-১২ একটি টিম। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাদক কারবারীরা র‌্যাব সদস্যের উপর হামলা চালায়। মাদক কারবারিদের ধারালো অস্ত্রের আঘাতে র‌্যাবের এসআই উত্তম কুমার রায় মারাত্মক আহত হয়। এ সময় আত্মরক্ষা স্বার্থে র‌্যাব ১০ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয় সাঈদ ওরফে সুইট। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৬৩ বোতল ফেনসিডিল। হামলার কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র (হাসোয়া) উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব সদস্যরা গুলি ছুড়লে পালিয়ে যায় মাদক কারবারী হাড়াভাঙ্গার সেন্টার পাড়ার হামিদুল ইসলাম (৫৫), সুজন(৩০), ভুট্টো(২৮) ও সহড়াতলার মিলন(২৫)। র‌্যাব সদস্যরা উত্তম কুমার ও মাদক কারবারী সুইটকে গুরুতর অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এদিকে র‌্যাব উপর হামলা ও জখমের ঘটনায় গাংনী থানায় একটি মামলা করা হয়েছে। আসামি ও মাদক কারবারিদের গ্রেপ্তারের জোড় প্রচেষ্টা চলছে বলে জানান র‌্যাব কমান্ডার।

আপনার মতামত লিখুন :