যথাযোগ্য মর্যাদায় মেহেরপুরে শোক দিবস পালিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:05 PM, 15 August 2020

যথাযোগ্য মর্যাদার সাথে মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীন বাংলার স্থপতি,আলোর পথের এক উজ্জ্বল নক্ষত্র,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে।

এ সমড মেহেরপুর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম, দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, শোক দিবসের পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড.ইব্রাহীম শাহীন।

পরে সেখান থেকেএকটি শোক র‍্যালী বের করা হয়। শোক র‍্যালী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, দপ্তর সম্পাদক মখলেছুর রহমান খোকন, অর্থ বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম খোকন, পাবলিক প্রসিকিউটরই পল্লব ভট্টাচার্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজামান, আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, যুবলীগ নেতা মিজানুর রহমান হিরনসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

আপনার মতামত লিখুন :