মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:06 PM, 26 September 2022

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার  প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন। এ সময় তিনি মেহেরপুর জেলা পরিষদের ২ নং (গাংনী উপজেলা) ওয়ার্ডেরে সংরক্ষিত মহিলা সদস্য শাহানা ইসলাম শান্তনাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করেন।
এ দিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সর্মার্থিত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুস সালামকে কাপ পিরিচ প্রতিক ও  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক আলহজ্ব গোলাম রসুল কে আনারস প্রতিক প্রদান করেছেন। এ ছাড়া মেহেরপুর জেলা পরিষদের সাধারন সদস্য পদে  ১নং ( মুজিবনগর উপজেল) ওয়ার্ডে  মো: আলমাস হোসেনকে তালা, মোঃ আজিমুল বাড়িকে টিউবয়েল, মো: আবু হাসানকে অটোরিকশা মো: সহেল রানা বৈদ্যুতিক পাখা প্রতিক প্রদান করে। ২ নং  মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডে মো: আবদুল কুদ্দুসকে তালা, মো: ইমতিয়াজ হোসেন টিউবয়েল, মো: রফিকুল ইসলামকে বৈদ্যুতিক পাখা প্রতিক প্রদান করে। ৩ নং(গাংনী) ওয়ার্ডে মো: জাগাঙ্গীর আলমকে বৈদ্যুতিক পাখা, মো: মিজানুর রহমান টিউবয়েল, মো: মজিরুল ইসলাম অটোরিকশা, মো: হাফিজুর রহমান তালা প্রতিক প্রদান করেন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ( মেহেরপুর ও মুজিবনগর উপজেলা) ওয়ার্ডে মো: উম্মে সালমা সুলতানা ফুটবল, মোছাঃ নার্গিস আরা মাইক, মোছা শামিম আরা বিশ্বাসকে টেবিল ঘড়ি প্রতিক প্রদান করে।
এ বার মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩ জন সাধারন সদস্য নির্বাচর করবে
২৯৪ জন ভোটার।

আপনার মতামত লিখুন :