মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:08 PM, 12 November 2023

৫৮ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালের দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ভবনের নাম ফলোক উন্মোচন এবং বেলুন উড়িয়ে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করেন। এসময় সেখানে মোনাজাত করা হয়।

মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে হাসপাতাল চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক,পি পি পল্লব ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাসিবুস সাত্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল , জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির,উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, লতিফুন্নেছা লতা, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অথিতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সহ অতিথিবৃন্দ হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন

আপনার মতামত লিখুন :