মেহেরপুরে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুভ উদ্বোধন।

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:42 PM, 01 February 2023

“বিদ্যুৎ ও পানির অপচয় রোধে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৃথা মুজাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, লতিফুন নেছা লতা।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম।জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই মেলায় সদর উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রজেক্ট তুলে ধরেছেন। যার মধ্যে বঙ্গবন্ধু ডিজিটাল ওয়াটার ট্যাংক, উন্নত নগর ব্যবস্থা, শেখ রাসেল ড্রিম হাউস, এয়ার ডিফেন্স সিস্টেম। এসকল প্রজেক্ট এর মাধ্যমে আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠন করতে চায় তারা। সেই সাথে বিদ্যুৎ ও পানির অপচয় রোধে ভূমিকা রাখবে তাদের সকল প্রকল্প বলে মনে করেন শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন :