মেহেরপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:35 PM, 15 August 2022

সদরঃমেহেরপুরে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯ টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে অস্থায়ী প্রতিকৃতিতে স্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক ড. মুনসুর অলী খান, পুলিশ সুপার রাফিউল আলম , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলামসহ মেহেরপুরের বিভিণœ সরকারি ,আধাসরকারি প্রতিষ্ঠান সমুহ।
জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক ড, মুহাম্মদ মুনসুর আলম খান।
এছাড়া জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল, আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা কবিতা আবৃতি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

মেহেরপুর যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালনঃমেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা যুবলীগের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা সাজেদুর রহমান সাজু, মাহাবুব হাসান ডালিম, সাইদুর রহমান উজ্জল, শারাফউদ্দিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ জেলা যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।

আমঝুপিতে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিতঃমেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালন করা হয়।সোমবার সকাল ৭ টার দিকে আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা, শোক পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ (চুন্নু)। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদা, ৪নং ওয়ার্ডের সভাপতি আসাদুল হক মুন্টু, সাধারন সম্পাদক খাইরুজ্জামান টুটুল, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মকবুল হোসেন, ৮নংওয়ার্ডের সভাপতি কিতাব আলী, ইউপি সদস্য আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন টরি, ফারুক হোসেন, প্রফেসর সাইদুর রহমান, সাবেক ইউপি সদস্য আলফাজ হোসেন।পতাকা উত্তোলন শেষে প্রধান অতিথির নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালী বের করে হয়। র‌্যালীটি আমঝুপির প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে দলীয় কার্যলয়ের সামনে শেষ হয়। পরে সেখানে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।এদিকে সকাল ৬ টার দিকে আমঝুপি মাধ্যামিক বালিকা বিদ্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও শোক পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুজ্জামান। পরে সেখানে হামদ নাথ, দেয়াল লেখনি, বঙ্গবন্ধু জীবনী, কবিতা আবৃতি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি বোরহান উদ্দিন আহম্মেদ চুন্নু। সভায় বঙ্গবন্ধু এর জীবনী নিয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুজ্জামান , সহকারি শিক্ষক আবুল হাসান, হাবিবুর রহমান , বশির আহমেদ, রাফিউল ইসলাম, আশাদুল হক,আলহাজ, শাহানাজ খাতুন,নার্গিস চোধুরি, শাহিদা বানু।এছাড়াও দিবসটি উপলক্ষে সোমবার সকালে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক আহম্মেদ আলী। আমঝুপি আলিম মাদ্রাসায় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন মোঃ লাল্টু ।

 

 

মুজিবনগর জাতীয় শোক দিবস পালনঃজাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ সকালে মুজিবনগর কমপ্লেক্সে মানচিত্র সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পণ করেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, থানা ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, মুজিবনগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শফিউদ্দীনসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সংগঠন। পুস্প্যমাল্য আর্পণ শেষেমেুজিবনগর উপজেলা পরিষতদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

গাংনী উপজেলা প্রশাসনের জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজন এর মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা উপজেলার চেয়ারম্যান এমএ খালেক,গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নাজমুল আলম গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী। পুষ্প মাল্য অর্পণ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গাংনী উপজেলা আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালনঃঅন্যদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৭৪ মেহেরপুর-২(গাংনী) নিয়ে আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন এমপির সভাপতিত্বে সকালে গাংনী উপজেলা বাসস্ট্যান্ডে জাতীয়,শোক ও দলীয় পতাকা উত্তোলন শেষে।একটি শোক র‌্যালি গাংনী উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করে।এ সময় গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুল, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার,কাথুলি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামুন্দিমী ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল, তেঁতুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমানসহ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পুষ্প মাল্য অর্পণ শেষে উপজেলা গাংনী আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা শেষে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

গাংনী উপজেলা যুবলীগের জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা যুবলীগ।গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শোক দিবসের আনুষ্ঠানিকতা শুরু করে উপজেলা যুবলীগ। উপজেলা যুবলীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় যুবলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পুষ্পমাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

গাংনী উপজেলা পৌরসভার জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে গাংনী পৌরসভা। পৌর মেয়র আহম্মেদ আলীর সভাপতিত্বে পৌরসভার কাউন্সিলর কাউন্সিলর কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

কাথুলী ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজন এর মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৮টার ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানার সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিগণ ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তেঁতুলবাড়িয়া ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালন(ছবি পাওয়া যায়নি)ঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাসের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বামন্দী ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি ইউনিয়ন পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে ইউপি চেয়ারম্যান ওবায়দুর রহমান কমল এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

কাজিপুর ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালন(ছবি পাওয়া যায়নি)ঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নে পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শোক দিবস উপলক্ষে ইউপি চেয়ারম্যান মু.আলম হোসাইন এর সভাপতিত্বে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

মটমুড়া ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ষোলটাকা ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। সোমবার সকালে ইউপি চেয়ারম্যান আনোয়ার পাশার সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন,জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে কুরআন পড়ানো হয়।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

রাইপুর ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। ইউপি চেয়ারম্যান গোলাম সাকলাইন ছেপুর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নেতাকর্মীদের মাঝে তাবারক বিতরণ করা হয়।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ধানখোলা ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালনঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ান পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন,জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সাহারবাটি ইউনিয়ানে জাতীয় শোক দিবস পালন(ছবি পাওয়া যায়নি)ঃনানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন। ইউপি চেয়ারম্যান মশিউর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।পুষ্প মাল্য অর্পণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আপনার মতামত লিখুন :