মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:06 PM, 31 May 2023

মেহেরপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩১ মে) সকাল সাড়ে ১০ টার সময় শহরের মডেল মসজিদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী কমিশনার রনি খাতুন।

সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.জি.এম সিরাজুম মূনীর, বিশষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা জজ কোর্টের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য।

সেমিনারে জেলার ইমাম, হিন্দু ও খ্রীস্টান ধর্মের পুরোহিত, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ধর্মকে ব্যবহার করে যারা সার্থ হাসিল করতে চায় তাদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।

এছাড়ও কোন ধরনের ধর্মীয় সহিংসতা, জঙ্গীবাদের স্থান এ দেশে নেয়। সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করবে সেই আহবান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন :