মেহেরপুরে এনজিও ও সুদ কারবারীদের ভয়ে আত্মহত্যা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:08 PM, 29 June 2022

এনজিও ও সুদ কারবারিদের ভয়ে রঞ্জন হালদার(৪০) নামে মেহেরপুরে একমাস ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বুধবার(২৯-জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রঞ্জন হালদার মেহেরপুর পৌরসভা ২ নং ওয়ার্ডের নেন্টু হালদারের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, ঋণ ও প্রচুর দায় দেনায় জর্জিত ছিল রঞ্জন হালদার। বিভিন্ন এনজিও ঋণ এবং সুদ কারবারীদের কাছ থেকে টাকা নিয়ে পুকুর লিজ করে মাছ চাষ ও ব্যবসা চালাতেন রঞ্জন হালদার।

এনজিও ঋণ ও দায় দেনা শোধ করতে সে স্থানীয় সুদ কারবারীদের ফাঁদে পড়ে যায়। এখন এনজিও ঋণ ও সুদ কারবারীদের কাছে ৮/১০ লক্ষ টাকা ঋণি হয়ে পড়েছেন তিনি। এনজিও কিস্তি আর সুদের টাকা দিয়ে গিয়ে বিকারগ্রস্থ হয়ে পড়েছেন রঞ্জন হালদার। হতাশা আর ঋণ পরিশোধের ভয়ে গত ২৭ জুন দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

রঞ্জন হালাদারের স্ত্রী শান্তনা হালদার জানান, টাকা পয়সার জন্য পাওয়নাদাররা তার কাছে বারবার টাকা চাইতে আসতো।মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :