মুজিবনগরে করোনা সংক্রমন রোধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:11 PM, 04 July 2021

দেশব্যাপি করেনার উর্ধগতি রোধে ১ লা জুলাই জারিকৃত কঠোর লকডাউন বাস্তবায়নে শক্ত অবস্থানে মুজিবনগর উপজেলা প্রশাসন। মুজিবনগর ভারতীয় সীমান্তবর্তী উপজেলা হওয়ার কারনে সংক্রমনের হার দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

মুজিবনগর স্বাস্হ্য কমপ্লেক্স এর তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে উপজেলায় ৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে আক্রান্তের হার প্রায় ৩৫% মৃত্যু হয়েছে ৬ জনের। মুজিবনগর উপজেলায় করোনা সংক্রমন রোধে লকডাউন বাস্তবায়নে লোকজনকে ঘরে রাখতে শক্ত অবস্হান নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার মোড়ে মোড়ে স্হাপন করা হয়ে পুলিশ চেকপোষ্ট সকাল থেকে চলতে থাকে পুলিশি তৎপরতা।

প্রতন্ত গ্রামে ওলিগলি ও বাজার গুলোতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জন সমাগম বন্ধ করতে নিরলস অভিযান পরিচালনা করছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল আলম,মুজিবনগর থানা ইনচার্য আব্দুল হাশেম,বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার, ব্যাটেলিয়ন আনসার ও থানা পুলিশে সদস্যবৃন্দ।

৪ তারিখ বেলা সাড়ে ১২ টা পর্যন্ত গত চতুর্থ দিনে লকডাউন বাস্তবায়নে বিধিনিষেধ ভঙ্গ করায় মোবাইল কোর্ট এর মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার বিভিন্ন সময়ে ২৩ জন কে ১০,৯০০ টাকা জরিমানা করে। একই সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম মোবাইল কোর্ট এর মাধ্যমে ১৩ জন কে জরিমানা করে ১১,৯০০ টাকা আদায় করে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার সবাইকে অহেতুক ঘুরাঘুরি ও আড্ডা পরিহার করার জন্য অনুরোধ জানান।এসময় বিভিন্ন পয়েন্টে লকডাউন বাস্তবায়নে মুজিবনগর থানার পুলিশ সদস্যদের নিরলসভাবে পরিশ্রম করার জন্য এবং মুজিবনগর উপজেলায় করোনা সংক্রমন রোধে লকডাউন বাস্তবায়নে সহযোগীতার জন্য বিজিবি, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ধন্যবাদ জানান। করোনা সংক্রমন রোধে লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনে ভ্রাম্মমান অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :