মুক্তির মহানায়ক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:41 PM, 11 June 2022

তুমি মুক্তির মহানায়ক মুক্তির অগ্রদূত,
জন্মেছিলে মরু আরবের বুকে হে রাসুল;
শুধু আরব নয় বিশ্ব শান্তি প্রতিষ্টায় তুমি রেখে গেছ দৃষ্টান্ত,
মরু আরবের বুকে তুমি ফুটিয়েছ আলো।

নাজিল হয়েছিল, তোমার ওপর পবিত্র কোরআন,
পবিত্র কোরআনে ছোট,বড়,গরীব, ধনীর সবার সমান স্থান;
করনি কাউকে ছোট,কালো কিংবা ধলো,
তোমার হেদায়েত পেয়ে মুসলিম জাতি ধন্য!

তোমার কাছে ছিলনা জাতির ভেদাভেদ;
ইহুদি, খ্রিস্টান, কিংবা কাফের,
বিদায় হজ্জের ভাষনে বলেছিলে তুমি
ধর্ম, বর্নের ভেদাভেদ না থাকবে কখনি,
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেনা কেউ
তাহলেই সুখ শান্তিতে থাকবে সর্বক্ষণ।

যে নবী মানব জাতির মুক্তির দিশারি
সেই নবীর অপমান কেমন করে সহি;
যে রাসুল দ্বীনের জন্য করে গেছে লড়াই
সেই রাসুলের অপমানে প্রতিবাদ জানাই।

কর যারা নবীর নামে কুৎসা রটনা,
শান্তি পাবেনা ইহকাল ও পরকাল;
রাসুল(সাঃ) বিশ্ব নবী, বিশ্ব নেতা যেন সর্বক্ষণ;
এ মহা মানবকে নিয়ে কটুবাক্য তোমাদের সাজে নাকো।

লেখকঃহাওলাদার বেলাল

১১/০৬/২২,সময়ঃ১০.৫৬মি.

আপনার মতামত লিখুন :