বলি রেখা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  04:40 PM, 06 January 2022

এক বুক ভরসা আর আশা
দিন শেষে কাজের ফাঁকে
প্রিয়জনের সাথে কথা-
মিছে অভিনয় মিছে ভরসা,

আস্তে আস্তে নি:শেষ হচ্ছে সবই-
এক দীর্ঘ নি:শ্বাষ
অপলক ভাবে দেখি
দেখি সভ্যতার হালচাল।

দেখি পৃথিবীর অবাক করা
আজব সব প্রাণীর আচরণ;
ভাবি কবে দেখা হবে
তোমার আমার !

এক যুগ বা দুই যুগ পর
অচেনা কোনো ষ্টেশনে
যদি দেখা হয়ে যায়
চিন্তা করে দেখেছো?

কি কঠিন এক পরিস্থিতিতে পরতে হবে;
না তুমি আমাকে চিনবে
না আমি তোমাকে চিনবে!

আদো আদো ভাষা ভাষা
মনে পরবে তোমার আমার
সেই পুরানো স্মৃতি
তখন বয়স বলি রেখা
অচেনা হয়ে যাবে দুটি হৃদয়ের স্মৃতি।

লেখক :হাওলাদার বেলাল

আপনার মতামত লিখুন :