(ফলোআপ)গাংনীতে প্রকাশ্যে দিবালোকে কৃষককে কুপিয়ে হত্যা : আহত-১০

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:23 PM, 18 February 2022

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের একটি মাঠে জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে-দিবালোকে সাদেক আলী (৬৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় আহত হয়েছেন নিহত সাদেক আলীর ছেলে রিমু আলী (২৪),একই পক্ষের বাদল হোসেন (৫০),ইসারুল হক (৩৫),ইদবার আলী (২৭) ও তৌহিদুল ইসলাম (৩০)।

দুই সন্তানের জনক নিহত সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের মৃত আফেল উদ্দীনের ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । এদিকে হামলাকারীরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে হোগলবাড়িয়া গ্রামের একটি মাঠে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নিহত সাদেক আলীর লাশ গাংনী থানা পুলিশের একটিদল উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নিয়েছে।

স্থানীয়রা জানান,হোগলবাড়িয়া গ্রামের একটি মাঠে বেশ কয়েক বিঘা খাসকৃত জমি দখল নিয়ে সাদেক আলী চাষাবাদ করে আসছিলেন। শুক্রবার সকালের দিকে সাদেক আলী ও তার ছেলে রিমুসহ ১৫জন ওই জমির ক্ষেতে কাজ করছিলেন। এসময় একই গ্রামের মতিয়ার রহমান ও তার লোকজন তাদের উপর হামলা করেন। এক পর্যায়ে মতিয়ার রহমান ও খাইরুল ইসলামের লোকজন সাদেক আলীকে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করেন। এসময় আহত হয় সাদেক আলীর ছেলে রিমুসহ ১০জন।

স্থানীয় কয়েকজন জানান,সাদেক আলী ও মতিয়ার রহমানের মধ্যে ওই জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের একাধিকদল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ আনে। লাশ উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের আটক করতে পুলিশ মাঠে নেমেছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার অপু সরোয়ার,গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক।

আপনার মতামত লিখুন :