প্রযুক্তিকে গ্রামীণ নারীর হাতের মুঠোয় এনেছে ‘তথ্য আপা’

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:24 PM, 12 March 2021

মেহেরপুর মুজিবনগরে গ্রামীণ নারীদের জীবন জীবিকা সম্পর্কে বিভিন্ন তথ্যপ্রদান সহ বাল্য বিবাহ, ফোতয়া নারী সহিংসতা, জঙ্গিবাদ প্রতিরোধে সচেতন করে আলোর পথ দেখাচ্ছে তথ্য আপা। সেই সাথে গ্রামীণ নারীদের হাতের মুঠোয় প্রযুক্তির সুবিধা এনে দিয়েছেন তথ্য আপার তথ্যকেন্দ্র।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন ‘তথ্য আপা’র তথ্যকেন্দ্রর মাধ্যমে এসকল সেবা প্রদান করা হচ্ছে।
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তথ্য আপা এখন পাড়ায় পাড়ায় গ্রামীণ নারীদের কাছে সুপরিচিত নাম । তথ্য আপার তথ্যকেন্দ্র থেকে গ্রামীণ নারীরা জানতে পারছেন চাকরির খবর, পরীক্ষার ফলাফল, সরকারি বিভিন্ন সেবা সমূহের তথ্য। এছাড়াও শিক্ষা, কৃষি ও আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, ওজন পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, ভিজিডি কার্ডসহ বিভিন্ন বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করছেন ‘তথ্য আপা’।

রতনপুর গ্রামের ফেরদৌস আরা বলেন, ইন্টারনেটের দুনিয়া আমাদের কাছে অজানা ছিল। এতদিন জানা ছিলনা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানা যাবে। এসব কিছু শিখিয়ে দিচ্ছেন ‘তথ্য আপা’র তথ্যকেন্দ্রের কর্মীরা। তারা বাড়ি বাড়ি গিয়েও দরিদ্র নারীদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান করছেন। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে উঠান বৈঠক করে নারীদের বিভিন্ন বিষয়ে সচেতন করে তুলছেন।

ভবরপাড়া গ্রামের আসমা খাতুন বলেন, মুজিবনগর তথ্যকেন্দ্রটি অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের কাছে ভরসাস্থল হয়ে উঠছে। গ্রামের নারীরা যেকোন সমস্যা তথ্যকেন্দ্রের তথ্য আপাদের কাছে বলছেন।

তথ্য আপারা আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছেন। যেটা তারা পারছেন না সেটা উপজেলার বিভিন্ন দফতরে পাঠিয়ে দিচ্ছেন। সেবা না পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে তারা নিয়মিত পর্যবেক্ষণ করেন। ফলে সহজেই একজন নারী কাঙ্খিত সেবা পাচ্ছেন তথ্যকেন্দ্রে।

মুজিবনগর তথ্যকেন্দ্রের তথ্য আপা খন্দকার তানিয়া জানান, তথ্য আপার কর্মীরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠক করে গ্রামীণ নারীদের জীবন জীবিকা সম্পর্কিত তথ্যাদি প্রদান করছেন। স্বাস্থ্যগত সমস্যা, বাল্য বিবাহ, ফতোয়া, নারীর বিরুদ্ধে সহিংসতা, জঙ্গিবাদ প্রতিরোধ, চাকরি সংক্রান্ত তথ্য, আইনি সহায়তা বিষয়ে উঠান বৈঠকগুলোতে নারীদের সচেতন করে তোলা হচ্ছে।

মুজিবনগর তথ্যকেন্দ্রটি কম্পিউটার, ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ইন্টারনেট কানেকশন সমৃদ্ধ একটি স্বয়ংসম্পূর্ণ তথ্যকেন্দ্র। তথ্যসেবা প্রদানের জন্য আরো দুইজন সহকারী কর্মকর্তা আছেন এ কেন্দ্রটিতে।মুজিবনগর তথ্যকেন্দ্র থেকে গত ৪ মাসে প্রায় ২৮ হাজার নারীকে সেবা প্রদান করা হয়েছে।

এর মধ্যে তথ্যকেন্দ্রে সেবা গ্রহীতা ৪ হাজার ৫শ ২০ জন, ডোর টু ডোর সেবা গ্রহীতা ১১ হাজার ৮শ ৯০ জন এবং ২৬টি উঠান বৈঠকের সেবা গ্রহীতা ১ হাজার ৩শ ৫০ জন।

মুজিবনগর তথ্যকেন্দ্রের তথ্য আপা খন্দকার তানিয়া আরও বলেন, তথ্য আপা প্রকল্প এসডিজির লক্ষ্যমাত্রায় নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক কর্মকান্ডে নারীর সমান ভূমিকা নিশ্চিতকরণে কাজ করছে। গ্রামের সুবিধাবঞ্চিত কিংবা কম সুবিধাপ্রাপ্ত নারীদের তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তথ্য আপারা। মুজিবনগরের ইউএনও সুজন সরকার বলেন, উপজেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনা ও মনিটরিংয়ে তথ্যকেন্দ্রের সব কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়ন হচ্ছে। আমি অনেক উঠান বৈঠকে উপস্থিত থেকে নারীর অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যা ও তার সমাধানের বিষয়টি আলোচনা করে থাকি।

আপনার মতামত লিখুন :