প্রকল্প ভিত্তিক মেহেরপুরে জরুরী নিয়োগ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:25 AM, 06 January 2022

প্রকল্প ভিত্তিক অস্থায়ী ভাবে মেহেরপুরে জরুরী নিয়োগ দিচ্ছেন রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র।
আত্মকর্মসংস্থানে উদ্দ্যেশে, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে দক্ষ মানব সম্পদ তৈরী ও কর্মসংস্থানের সৃষ্টির প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ডিজিটাল যুব উন্নয়ণ আইটি নের্টওয়ার্ক কর্তৃক পরিচালিত মেহেরপুরে ০৫ (পাঁচজন ) মেয়ে, ০২ (দুইজন) পুরুষ, নিয়োগ দেওয়া হবে। মাসে ৮,০০০-১৫,০০০ টাকা আয়ের সুযোগ।
পদ:
ক) আইটি উদ্বুদ্ধকরণ ও নের্টওয়ার্কিং ০৭ জন (৫ জন মেয়ে ২ জন ছেলে)
খ) মনিটরিং ০১ জন মেয়ে (ম্মার্ট করে ফোনে কথা বলার অভিজ্ঞ থাকতে হবে)
কর্মস্থল: মেহেরপুরের কলজে পড়ুয়া স্টুডেন্টের সাথে নের্টওয়ার্কিং তৈরী৷ দায়িত্ব: মেহেরপুর। শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম এসএসএস পাশ। ডিউটি আওয়ার: কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, চাইলে নিজের সু্বিধা মত সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত কাজ করা যাবে। আবেদন করার শেষ সময় ০৮/০১/২০২২ ইং বিকেল ৪ টা পর্যন্ত।
প্রয়োজনীয় কাগজপত্র ও বিষয়াদি:
১. জীবন বৃত্তান্তের সাথে এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
২. ভোটার আইডি কার্ড বা জন্মনিবন্ধনের ফটোকপি
৩. বাবা অথবা মা দুই জন এর এন আইডি কার্ড এর ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজ ছবি।
যাদের নিয়োগ দেওয়া হবে তাদের বিনা খরচে আইসিটি ট্রেনিং (কম্পিউটার) প্রশিক্ষণ দেওয়া হবে।।
যোগাযোগ অফিস :-
রশ্নি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র,
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইয়ারুল ইসলামের নিজ বাস ভবন সংলগ্ন, বাসস্ট্যান্ড মসজিদের সামনে, মেহেরপুর।
এস এম রাসেল
আঞ্চলিক পরিচালক
ডিজিটাল যুব উন্নয়ণ আইটি নের্টওযার্ক, মেহেরপুর।
প্রয়োজনেঃ 01911966919

আপনার মতামত লিখুন :