পদ্মা সেতুর দেশ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:50 PM, 25 June 2022

স্বপ্ন এবার সত্যি হলো-
চলবে এবার গাড়ি;
পদ্মা সেতু পাড়ি দিয়ে,
যাব আমরা বাড়ি!

কত কষ্ট করেছি-
ফেরি পাড়াপাড়ে,
সীমা হীন ভোগান্তি ছিল;
যুগযুগ ধরে।

লঞ্চ পাড়াপাড়ে ছিল,
ছিলো বহু দুর্ভোগ ;
একটু বাতাশ এলেই
পদ্মা হইত উত্তল!

কত মানুষ ঘর হারাইছে;
হারাইছে প্রিয়জন,
ফেরীর অপেক্ষায়তে
ছিলো দিশেহারা মন।

শেখের বেটির অসীম সাহস!
বিশাল তাহার মন,
দেশের অর্থ দিয়ে
পদ্মা সেতু করেছে নির্মান!

সাবাস,সাবাস, শেখের বেটি,
ধন্যবাদ তোমায়;
বাংলাদেশে মানুষের- মনে,
রবে চিরকাল!

জাতির জনক বঙ্গবন্ধু
দিয়েছিলো দেশ;
দেশরত্ন শেখ হাসিনা
তোমার জন্য,গর্বিত বাংলাদেশ!

দক্ষিণ বঙ্গের ব্যাবসার চাকা
হইবে সচল;
একুশ জেলার মানুষের দুঃখ
রইবেনাতো আর।

স্বপ্ন এবার সত্যি হলো!
সোনার বাংলাদেশ,
বিশ্ব মর্যাদায় মাথা উঁচু করে
থাকবে পদ্মা সেতুর দেশ।

 

লেখকঃহাওলাদার বেলাল
২৫/০৬/২২,সময়ঃ রাত ৯.৩মি.

আপনার মতামত লিখুন :