পথিক থেমে থাকেনা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:24 PM, 18 May 2022

পথ প্রান্তে ছুটছে কত জন, ছুটছে ক্লান্তি চিত্তে;
কতদূর আর কতদুর, জীবনের পথচলা জানিনা,
জীবনের উল্লাসে মেতে থাকে মানুষ শত আল্পনা আঁকে!
চলে জীবনের লেনাদেনা।

পথিকের স্বপ্ন বড়, কিন্তু স্বপ্ন পুরণ হয়না;
পথিক ছুটে চলে আশার মশাল নিয়ে মাইলের পর মাইল,
ছুটে চলে গ্রামের পর গ্রাম, একটুখানি শান্তির নীড়ের আশায়;
শান্তি মিলে সবুজের আল্পনা মনে একেঁ!
প্রশান্তির জোয়ার আসে দক্ষিণা সমীরে,
গায় জীবনের জয়গান, শান্তির খোঁজ তটিনীর তীরে।

অনেক গ্রাম বহু পথ পাড়ি জমিয়ে একটু শন্তির খোঁজ ;
মিছে স্বপ্ন নয়,স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে-
কপালের ঘাম মুছে,পথিক চলছে অভিরাম,
কখনো তার ফর্সা মুখ মন্ডল কালো আবরনে ঢাকা পরে ;
কখনো বা মিশে যেতে চায় বহতা নদীর সাথে;
অস্পষ্ট লক্ষকে ভেদ করে, পথিক চলে তার স্বপ্নকে বাস্তবায়ের জন্য ;
পথিক থেমে থাকেনা, সমস্ত বাঁধা অতিক্রম করে,
তার লক্ষ্যে পৌঁছাবো একদিন।

লেখকঃহাওলাদার বেলাল,৭/৫/২২,সময়ঃ৭ঃ৫২মি.

আপনার মতামত লিখুন :