দেখা হবে মা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:35 PM, 28 April 2022

মা জন্মেছিলে ধরায় আলোকিত করে কোল
শৈশবে তোমায় আদর করেছে কতজন
আস্তে আস্তে বড় হলে, পবিত্র বন্ধন
গর্ভে ধারন করে আমায়-

দশ মাস দশ দিন কটেছে বিনিদ্র রজনী
আমায় জন্মদিয়েও-কষ্টে কেটেছে কত দিন রাত্রি,
লালন পালনের ছলে-চুমু খেয়েছো গালে
কত রজনী রয়েছো ভিজে পাটিতে।

চলতে থকলো এ ভালোবাসা বছের পর বছর
যতদিন দেহে ছিল তোমার প্রাণ
মা কমতি ছিলনা তোমার আদর সোহাগের মান।

সেই তুমি আমায় অসহায় করে পরপারে গেলে চলে
চলে গিয়ে কিভাবে রয়েছো হেথায়, আজ জানতে ইচ্ছে করে,
আজ কতদিন রাত কেটে গেলো দেখিনা তোমার মুখ
তুমি ঠিকই বলতে আমি চলে গেলে
বুঝবি কেউ থাকবেনা আপনজন।

মাত্র কয়েক দিনের ব্যাবধানে বুজতে পারছি বেশ
দুনিয়ায় মায়ের ভালোবাসার মত খাঁটি নেই
যেমন খাঁটি চন্দ্র- সূর্যের তেজ।

মা মনে পড়ে আজ বসে কত কথা
ঘুম পড়ানির গান শুনাতে শৈশবের বেলা,
কেমন আছ কি করছো ঐ না কবর মাঝে
আশা রাখি দেখা হবে মা রোজ হাশরের মাঠে।

দোয়া করি মা ভালো থাকো ঘুমিয়ে থাক
ঐ না কবর মাঝে-মহান আল্লাহ রাখে যেন-তেমায়
অসীম সন্মানেতে।

যতদিন বেঁচে আছি মা দোয়া করব তোমারি জন্য
যেন জান্নাতের সর্ব উচ্চ স্থানে রাখেন তোমায় প্রভু
দেখা যেন হয় তোমার সাথে ঐ না জান্নাত মাঝে
এই ফরিয়াত করি মাওলা শবে কদরের রাতে।

লেখকঃহাওলাদার বেলাল,২৮/০৪/২২ইং

আপনার মতামত লিখুন :