ডিসেম্বরে সারাদেশে পৌর নির্বাচন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:07 PM, 02 November 2020

ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে পৌরসভা নির্বাচন। ২৯১ পৌরসভার ভোট হবে ৫ ধাপে। দুপুরে নির্বাচন ভবনে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

তিনি জানান, দ্রুতই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পৌর নির্বাচনে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে। নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিচ্ছে কমিশন।

সীমানা জটিলতা ও মামলাজনিত কারণে আপাতত নির্বাচন হচ্ছে না ৩৮ পৌরসভায়। আইন অনুযায়ী পৌরসভার মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। বাকিগুলোয় মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় পরে ভোট হয়।

আপনার মতামত লিখুন :