চট্টগ্রাম মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ১১ মাইক্রোবাস যাত্রীর

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  03:49 PM, 29 July 2022

চট্টগ্রাম মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানা গেছে।

মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আহমেদ গাংনীর চোখ’কে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে আরও বিস্তারিত জানা যাবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) কবির হোসেন গাংনীর চোখ’কে বলেন, ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসের যাত্রীরা হাটহাজারির আমানবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন গাংনীর চোখ’কে বলেন, মাইক্রোবাসটি গেট ম্যানের অনুরোধ উপেক্ষা করে জোর করে ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :