গাংনী বাজারে পুলিশ সদস্যের সাথে ধস্তাধস্তির ঘটনায় মামলা দায়ের

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:15 AM, 09 February 2022

মেহেরপুরের গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকার ট্রাফিক আইল্যান্ডের কাছে পথচারী যুবকের সাথে পুলিশ সদস্যের ধস্তাধস্তি ও পরে পুলিশ সদস্যকে মারপিটের ঘটনায় গাংনী থানা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সদস্য সেলিমের হোসেনের পিতা ভারত থান্ডার বাদী হয়ে ১৪৩/৩২৩/৩২৫/৩০৭ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নং ৭ তারিখ ০৮/০২/২০২২ ইং। মামলায় ৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করা হয়েছে।

মামলার তদন্তকারী অফিসার গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আতিক জানান, সোমবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে গাংনী উপজেলা শহরের বড়বাজার এলাকায় পুলিশ সদস্যের পিতা ভারত থান্ডার দাড়িয়ে ছিলেন।এসময় গাংনী উত্তরপাড়া এলাকার সাইফুল ইসলাম নামের এক যুবকের ছিটকে পড়া ছাতা তুলে দেওয়ার জন্য বলেন। ছাতাটি তুলে দিতে না চাইলে ওই ‍যুবক তাকে অশ্রাব ভাষায় গালাগাল করে। পরে পুলিশ সদস্য সেলিম হোসেন তাকে প্রতিবাদ করলে তাকেও মারধর করে। এঘটনায় বাজারের অন্যান্য সদস্যরাও তাকে মারধর করে।

সেলিম হোসেন ঢাকা জেলা পুলিশে কর্মরত। তার গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার কুতুবপুরে।

আপনার মতামত লিখুন :