গাংনী পৌরসভার পক্ষ থেকে মাস্ক বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:32 PM, 01 September 2020

মেহেরপুরের গাংনী পৌরসভার পক্ষ থেকে করোনা বিস্তার রোধে জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার  সকাল সাড়ে ১০টার সময় গাংনী পৌর সভার বাসষ্ট্যান্ড এলাকার শহীদ রেজাউল চত্বরে এ মাস্ক বিতরণ করা হয়।

পৌর মেয়র আশরাফুল ইসলাম মাস্ক বিতরণ কালে স্থানীয়দের মাঝে করোনা বিষয়ে সচেতনতা মুলোক পরামর্শ দেন।

এসময় তিনি বলেন, আপনার পরিবারের কাছে আপনার জীবনের মুল্য অনেক তাই করোনাকে অবহেলা না করে আপনারা স্বাস্থ্য বিধি মেনে চলুন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। তিনি বলেন, মনে রাখবেন আপনি সুস্থ্য থাকলে আপনার পরিবার সুস্থ্য থাকবে আপনি করোনায় আক্রান্ত হলে আপনার পরিবারও করোনা আক্রান্ত হবে। সুতরাং অবশ্যই মাস্ক ব্যবহার করুন। নিজে সুস্থ্য থাকুন অপরকে সুস্থ্য রাখুন।

প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ কর্মসুচি হাতে নিয়ে এবার মাস্ক বিতরণ শুরু করেন পৌর মেয়র আশরাফুল ইসলাম। করোনা সংক্রমণের শুরু থেকেই তিনি জনসচেতনতা মুলোক প্রচার প্রচারণা মাস্ক বিতরণ সহ খাদ্য সহায়তা দিয়ে আসছেন।
এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারি গন উপস্থিৎ ছিলেন।

আপনার মতামত লিখুন :