গাংনী থানার শীতাতাপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষন ঘরের উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:15 PM, 25 July 2023

মেহেরপুরের গাংনী থানার শীতাতাপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষন ঘরের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে থানা চত্তরে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়। যার নির্মাণ ব্যয় ধরা হয় ৮ লাখ টাকা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে ৭৪ মেহেরপুর-০২(গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম,পি পি এম (সেবা), বিষেশ অতিথি উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক,গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী।

এসময় গাংনী উপজেলা মহিলা ভাইস চোয়ারম্যান ফারহানা ইয়ামিন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা,তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,কাজিপুর ইউপি চেয়ারম্যান মু.আলম হুইসাইন, বামন্দী ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, ধানখোলা ইউপি চেয়ারমান আব্দুর রাজ্জাক, সাহারবাটি ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলাইন সেপুসহ  স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :