গাংনীর বামন্দী থেকে অস্ত্রসহ কনক গ্রেফতার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:56 AM, 06 November 2021

মেহেরপুরের গাংনীতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান কনককে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব সদস্যরা। আটককৃত কনক (২৯) গাংনী উপজেলার বামন্দী শহরের পশ্চিমপাড়ার গোলাম কাউছারের ছেলে।

শুক্রবার দিবাগত দিবাগত রাতে উপজেলার জোড়পুকুরিয়া বাজার থেকে কনককে আটক করে র‍্যাব-৬ (গাংনী) ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ দেশীয় তৈরী ১টি ওয়ান শটগান উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। গাংনী র‍্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি তারেক আমান বান্না জানান জোড়পুকুরিয়া বাজার থেকে মাদক পাঁচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটিদল ওই স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান কনক পালানোর চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১টি দেশীয় তৈরী ওয়ান শটগান উদ্ধার করা হয়। কনক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে গাংনী থানায় অস্ত্র ও মাদকসহ অন্তত ৮টি মামলা রয়েছে। এ ঘটনার পর তাকে রাতেই গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তার নামে অস্ত্র আইনে মামলা করা হয়।

আপনার মতামত লিখুন :