গাংনীতে সেবা ডিজিটাল লিঃ উদ্যোগে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য মত বিনিময় সভা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:41 PM, 27 May 2021

মেহেরপুরে প্রধানমন্তী ঘোষিত প্রাথমিক শিক্ষার্থীদের জন্য কিডস অল এ্যালাওয়েনস ২০২১ বাস্তবায়ন উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বিজ্ঞাপনঃ

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য জেলার গাংনী উপজেলার প্রত্যাকটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, জুতাসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে বলে জানান, অনুষ্ঠানের প্রধান আলোচক সেবা ডিজিটাল লিঃ ঢাকার ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন মোল্লা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, গাংনী পৌর সভার মেয়র আহাম্মেদ আলী।

মত বিনিময় সভার সভাপতিত্ব করেন, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন।

প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে ওই মত বিনিময় সভায় গাংনী উপজেলার প্রত্যাকটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দু।

আপনার মতামত লিখুন :