গাংনীতে লাইট অফ ইয়ুথ’র উদ্যোগে হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:24 PM, 29 January 2021

মেহেরপুর গাংনী উপজেলার লাইট অফ ইয়ুথ’র উদ্যোগে ১টি সেলাই মেশিন,১টি হুইল চেয়ার বিতরণ ও এতিম শিশুদের নিয়ে একটি বনভোজনের আয়োজন করা হয়। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে চৌগাছা দারুন এতিমখানায় এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লাইট অফ ইয়ুথ’র সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, আমরা বিশেষ করে এলাকার দুস্থ ও ঝোরে পড়া শিশুদের নিয়ে কাজ করে থাকি। আমাদের ইচ্ছা থাকা সত্বেও আমরা পারি না সবাইকে সাধ্যমত সাহায্য করতে। আমরা চাই সমাজের বিত্তবানরা তার বাড়ির আশেপাশের অসহায় ও অস্বচ্ছল পরিবারের দিকে সাহায্য হাত বাড়িয়ে দেবে। তাহলে একদিন এই বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দেই।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা শাহ আলম, মোঃ সজিব, আরাফত, আবির, রুবেল, জাহিরুল, শামিম, মাহমুদ প্রমূখ।

পরে চৌগাছার দারুন এতিমখানার ৪০ জন শিশুদের নিয়ে একটি আনন্দমুখর বনভোজনের মধ্য দিয়ে সেলাই হুইল চেয়ার ও মেশিন বিতরণ কার্যক্রম শেষ করেন।

আপনার মতামত লিখুন :