গাংনীতে মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  12:19 AM, 24 November 2020

মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক না ব্যবহার করায় ১১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে । আজ সোমবার দুপুরের দিকে গাংনী বাজার বাসস্ট্যান্ডে আদালত পরিচালনা করে ১১ জনের নিকট থেকে ২ শ’টাকা করে সর্বমোট ২ হাজার ২শ’ টাকা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর- ই-আলম সিদ্দিকী। দন্ডবিধির ২৭১ ধারায় এই অর্থদন্ডাদেশ আরোপ করা হয়।

করোনা ভাইরাস বাংলাদেশসহ বিশ্বেও সকল দেশে মহামারি ধারণ করতে পারে এমন সন্দেহ করছে বিশেষজ্ঞরা। ভাইরাস বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি করে এ অভিযান অব্যাহত থাকবে বলেও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় গাংনী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

আপনার মতামত লিখুন :