গাংনীতে মাটি কাটার ঘটনায় একজনের জরিমানা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:00 PM, 15 February 2023

রাব্বি আহমেদঃঅবৈধভাবে পুকুর থেকে মাটি কাটার অপরাধে জিহান আহম্মেদ নামের এক জনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে গাংনী উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় পূর্বক মাটি কাটা বন্ধ করে দেয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদিম হোসেন শামীম জানান, আড়পাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। আইনের তোয়াক্কা না করে মাটি কাটায় ওই পুকুরের আশেপাশে ভাঙ্গনের আশংকা দেখা দেয়। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেবেটার চালক চুয়াডাঙ্গার দর্শনার জিহান আহম্মেদকে আটক করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর ধারা ৫(২) ও ধারা ১৫(১)(খ) তাকে দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পরিশোধ এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবে না মর্মে মুচলেকা দেয় জিহান আহম্মেদ। এ অভিযানে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এভাবে আর কেউ মাটি কাটতে পারবে না বলে স্থানীয়দেরকে সতর্ক করা হয়েছে।

আপনার মতামত লিখুন :