গাংনীতে মাছ ধরতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  10:17 PM, 23 September 2020

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখেলা ইউনিয়নের আযান গ্রামে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আসিফ হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্কুল ছাত্র আসিফ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের হাসিবুল ইসলামের ছেলে। আসিফ আযান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

অাজ বুধবার সন্ধ্যায় আযান গ্রামের জনৈক হায়দার আলীর পুকুর থেকে আসিফের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান বুধবার সকাল ১০টার দিকে আযান গ্রামের হায়দার আলীর পুকুরে স্থানীয় লোকজন মাছ ধরছিল। এসময় তাদের সাথে আসিফও মাছ ধরছিল। পুকুরের গভীর পানিতে আকস্মিক আসিফ ডুবে যায়। তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুজির এক পর্যায়ে পানির তলদেশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা আরো জানান পুকুরটির জলাকার বেশ বড়। তাই আসিফকে খুঁজতে বিড়াম্বনা হচ্ছিল।
আসিফ হোসেনের মা আফরোজা খাতুন জানান বেশ কয়েক বছর আগে আসিফের বাবার সাথে আমার সংসার ছাড়াছাড়ি হয়। সে থেকে আমার বাবা ছিয়াম উদ্দীনের বাড়িতে একমাত্র সন্তান আসিফকে নিয়ে বসবাস করছিলাম। সকালে আসিফ পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুজি করে তার মৃত দেহ উদ্ধার করে গ্রামের লোকজন।

আপনার মতামত লিখুন :